• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যাকাডেমিক কাউন্সিলের সভার পরও অপরিবর্তিত হাবিপ্রবি’র অচলাবস্থা

  হাবিপ্রবি প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০১৯, ০৮:৫৬
হাবিপ্রবি
প্রশাসনিক ভবন চত্বরে প্রতীকী ক্রিকেট টুর্নামেন্ট (ছবি : সংগৃহীত)

ক্লাস-পরীক্ষা চালুর ব্যাপারে সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের সভা। মঙ্গলবার (১৫ জানুয়ারি ) অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শেষে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু আবুল কাসেমের সভাপতিত্বে মঙ্গলবার (১৫ জানুয়ারি) অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত হয় অ্যাকাডেমিক কাউন্সিলের এই সভা। ক্লাস-পরীক্ষা চালুর কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।

সভা শেষে প্রগতিশীল শিক্ষক ফোরামের সহসম্পাদক অধ্যাপক ড. এস. এম হারুন-উর-রশিদ বলেন, ‘পদোন্নতিপ্রাপ্ত ৬১ জন সহকারী অধ্যাপকের ঘটনাকে নিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চলছে। তাদের সমস্যা সমাধান হলে সবাই ক্লাস-পরীক্ষায় ফিরে যাবে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলা হয়েছে, তিনি সহকারী শিক্ষকদের দাবিগুলোর ব্যাপারে তেমন উদ্যোগ গ্রহণ না করায় সংকট নিরসন হচ্ছে না।’

প্রগতিশীল শিক্ষক ফোরামের প্রচার সম্পাদক অধ্যাপক ড. মমিনুল ইসলাম বলেন, ‘শিক্ষকদের ক্লাস-পরীক্ষায় ফিরে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে। কিন্তু আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়নি। শিক্ষকদের দাবিগুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হলেই ক্লাস-পরীক্ষা শুরু হবে এ জন্য কোনো শিক্ষককে বলতে হবে না।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সফিউল আলম বলেন, ‘ক্লাস-পরীক্ষা শুরু করার ব্যাপারে প্রায় সবাই একমত। সহকারী অধ্যাপকদের আন্দোলনের ব্যাপারে তাদের সঙ্গে উপাচার্য আলোচনা করবেন। তবে কখন আলোচনা হবে তা এখনও জানানো হয়নি। আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান হবে।’

কবে নাগাদ সমস্যার সমাধান হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিচার মানি কিন্তু তালগাছটা আমার এমন মনোভাব সবার মধ্যে। এর জন্যই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না।’

ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় প্রশাসনিক ভবন চত্বরে প্রতীকী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন শিক্ষার্থীরা। আলমগীর হোসেন আকাশ জানান, ক্লাস ও পরীক্ষার দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন করে আসছি। প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না। তাই প্রতীকী আন্দোলন কর্মসূচি হিসেবে ক্রিকেট খেলার এই আয়োজন।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ৫৭ জন সহকারী অধ্যাপক লাঞ্ছিত ও নারী শিক্ষিকাদের শ্লীলতাহানির বিচারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছেন। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম। ফলে ২ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড