• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় ডেপুটি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  রাবি প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০১৯, ২২:২৬
মতবিনিময়
উপাচার্যের সঙ্গে ডেপুটি হাইকমিশনারের মতবিনিময় (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা। মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্য দপ্তরে তাঁরা এ সাক্ষাৎ করেন।

এ সময় অধ্যাপক আব্দুস সোবহান ও ড. আদর্শ সোয়াইকার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার আলোচনা হয়। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র প্রমুখ।

এরপর ড. সোয়াইকা রসায়ন বিভাগ পরিদর্শন করেন। সেখানে তিনি বিভাগের সভাপতি অধ্যাপক বেলায়েত হোসেন হাওলাদারসহ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন ও দর্শনার্থী বইতে মন্তব্য লেখেন।

উল্লেখ্য, ড. আদর্শ সোয়াইকা রসায়ন শাস্ত্রে দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড