• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবিসাসের বর্ষসেরা ফিচার লেখক শাহীন সরদার, সাংবাদিক আবুল বাশার

  বাকৃবি প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০১৯, ০৮:৫৯
বাকৃবি
আবুল বাশার ও শাহীন সরদার (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাকৃবি সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)। ১৯৬১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই বছর পর ১৯৬৩ সাল থেকে যাত্রা শুরু করে বাকৃবি সাংবাদিক সমিতি।

সাংবাদিকতা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি না থাকলেও পড়ালেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উন্নয়ন, দুর্নীতি, অনিয়ম, সভা-সেমিনার, সাংস্কৃতিক-রাজনৈতিক কর্মকাণ্ডসহ বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সংবাদ প্রতিনিয়ত জাতির সামনে তুলে ধরছেন বাকৃবিসাসের সদস্যরা।

সাংবাদিকদের অনুপ্রেরণা ও উৎসাহ যোগাতে প্রতিবছর দুইজনকে দুই ক্যাটাগরিতে বর্ষসেরা ঘোষণা করা হয়। সারা বছরের সংবাদ ও কাজের দক্ষতার ভিত্তিতে ঘোষণা করা হয় বর্ষসেরা ফিচার লেখক ও সাংবাদিক। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) বর্ষসেরা ফিচার লেখক ২০১৮’ নির্বাচিত হয়েছেন দৈনিক অধিকারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শাহীন সরদার এবং বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল বাশার মিরাজ।

বাকৃবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি ১৮’র সভাপতি শাহীদুজ্জামান সাগর ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া বার্ষিক প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার ঘোষণা করেন। বাকৃবিসাসের কার্যনির্বাহী কমিটি ২০১৯’ এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বর্ষসেরা ফিচার লেখক ও বর্ষসেরা সাংবাদিকের ক্রেস্ট ও সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

এ সময় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সভাপতি শাহীদুজ্জামান সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসান উপস্থিত ছিলেন।

বর্ষসেরা

বর্ষসেরা ফিচার লেখকের অ্যাওয়ার্ড নিচ্ছেন দৈনিক অধিকারের বাকৃবি প্রতিনিধি শাহীন সরদার

এছাড়াও অনুষ্ঠানে সদ্যবিদায়ী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন, গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সদ্যবিদায়ী সভাপতি শাহীদুজ্জামান সাগর বলেন, সারা বছরের সকল দিক বিবেচনা করে বর্ষসেরা ফিচার লেখক ও সাংবাদিক ঘোষণা করা হয়। যাতে অন্যান্য সদস্যরাও তাদের সংবাদ পরিবেশনা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে অনুপ্রাণিত হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন মায়া বলেন, প্রথমেই অভিনন্দন ও ধন্যবাদ জানাই এই অর্জনের জন্য। এই বছরও যেন আরও নতুনরূপে কর্মদক্ষ হিসেবে পরিচিত করতে পারো নিজেদের।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শাহীন সরদার এর পূর্বে বর্ষসেরা সাংবাদিক ১৬’ এবং বর্ষসেরা ফিচার লেখক ১৭’ নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল বাশার মিরাজ এর পূর্বে বর্ষসেরা সাংবাদিক ১৭’ নির্বাচিত হন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড