• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিকৃবিতে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  সিকৃবি প্রতিনিধি

১২ জানুয়ারি ২০১৯, ০৯:১২
সিকৃবি
পুষ্পস্তবক অর্পণ (ছবি : সংগৃহীত)

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অফিসার্স পরিষদ।

এ সময় উপস্থিত ছিলেন- অফিসার্স পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল আহমেদে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, চিফ মেডিকেল অফিসার ড. অসীম রঞ্জন রায়, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক আনিসুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান ও অফিসার্স পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

এরপর দুপুর ১টায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিল ও মিছিল পরবর্তী আলোচনা সভার আয়োজন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতৃবৃন্দ। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্র শিক্ষক প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়। বিকাল ৪টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড