• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কানাডায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ

  রাকিবুল হাসান

  আর. কে. সজীব

১০ জানুয়ারি ২০১৯, ১৬:০৮
উচ্চশিক্ষা
ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বর্তমান সময়ে বাংলাদেশীদের বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার প্রবণতাটা অনেকগুন বেড়ে গেছে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের যাবতীয় খুঁটিনাটি জানাচ্ছেন, কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি বিষয়ের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী আর. কে. সজীব, বর্তমানে তিনি উচ্চশিক্ষার জন্য কানাডার ম্যানিটোবায় আছেন।

সজীবের কাছে কানাডার উচ্চশিক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি যে বিষয়গুলো বলেছেন তা হুবহু দৈনিক অধিকারে তুলে ধরা হলো...

প্রথমে যা জানা দরকার :

১. উচ্চশিক্ষার জন্য কানাডাতে যেতে গেলে অবশ্যই ILTES কোর্স করা লাগবে। যার ৯ স্কোরের মধ্যে সর্বনিম্ন স্কোর ৫.৫ অবশ্যই পাওয়া লাগবে। তবে IELTS ব্যাতীত যাওয়া যায় তবে সময় ও ব্যয়বহুল হবে।

২. ব্যাংক রেফারেন্স :- কানাডা যেহেতু উন্নত রাষ্ট্র যার কারণে সেখান যেতে গেলে মা-বাবা, অথবা ভাইয়ের ব্যাংকে সর্বনিম্ন ১৫ থেকে ২০ লাখ টাকা কোনো কোনো সময় দেখানো লাগে। তবে সেটি এদেশের ব্যাংক কতৃপক্ষ আনেকটা সুনজরে দেখে।

৩. আপনি যদি টেকনিক্যাল বিষয়ে দক্ষ হন তবে আপনার জন্য অনেক সহজ হবে। কানাডাতে টেকনিক্যাল বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেয়।

আপনি আরও যে বিষয়ে দক্ষ হলে বেশি ভালো হবে। ১. ড্রাইভিং লাইসেন্স ২. ইংলিশে দক্ষতা

কানাডা

সজীবের অর্জন

কানাডাতে হেল্প সেন্টার : আপনি কানাডাতে গেলে বাংলাদেশীদের জন্য অসংখ্য হেল্প সেন্টার আছে যার মধ্যে :

১. CBA- The Canada Bangladesh Association এটা পুরো কানাডা জুড়ে বাংলাদেশীদের সাহায্য করে।

২. UMBSA- University of Manitoba Bangladesh Students Association আপনি ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে গেলে উল্লেখিত সংস্থায় যোগাযোগ করতে পারবেন।

৩. এছাড়াও আপনি কানাডাতে বাংলাদেশী রাষ্ট্রদূতাবাসের তথ্যকেন্দ্রে গিয়ে হেল্প নিতে পারবেন। আপনি যদি ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, তবে আপনার যা খরচ হবে। মানিতোবা বিশ্ববিদ্যালয়ে বছরে দুটো সেমিস্টার, আপনি ইচ্ছা করলে তিনটি নিতে পারবেন।

ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের খরচ :

১. সেমিস্টার ফিস ১৭০০ ডলার ২. হেলথ কোর্স ফিস ৩০০ ডলার ৩. ট্রাসপোর্ট, বাসা ও অন্যান্য খরচ হবে প্রায় ৮০০ ডলার

সর্বমোট আপনাকে বছরে গুনতে হবে কমবেশি ২২০০০ ডলার প্রায়।

স্পোর্টস

ক্রীড়া জগতে সাফল্যের শীর্ষে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়

আপনি যে সুযোগ সুবিধা পাবেন :

পার্টটাইম আপনি কানাডার শপিংমল, রেস্টুরেন্ট, পেট্রোলপাম্প, কমিনিটি সেন্টারসহ বিভিন্ন ছোট-বড় দোকান পাটে চাকরির সুযোগ পাবেন, তার জন্য আপনাকে মাসিক সম্মানী পেতে পারেন সর্বনিম্ন ৫০-৭০ হাজার টাকা। তবে মনে রাখতে হবে কানাডাতে সকল কাজকে সমানভাবে দেখা হয়। কোনো কাজকে ছোট বা অবহেলা করা হয় না।

আপনি যে অভিজ্ঞতা অর্জন করতে পারেবেন : উন্নত বিশ্বে সকল মানুষের মন-মানসিকতা অনেক উঁচু। আপনি গেলে আপনার মন অনেক পরিবর্তন হয়ে যাবে। সকলের প্রতি শ্রদ্ধাবোধ জন্মাবে, কোনো রাগারাগি-হানাহানি, হিংসাত্মক-নৈরাজ্য এই ধরনের কোনো মানসিকতা থাকবে না। কাজের প্রতি আগ্রহ বাড়বে। কোনো কাজকে ছোট বা অবহেলা করার মতো মানসিকতা আপনার থাকবে না। আপনি সহজে সকল বৈধ কাজ করতে পারবেন।

লেখক : রাকিবুল হাসান, শিক্ষার্থী (হামিদপুর আল হেরা ডিগ্রী কলেজ) ও আর. কে. সজীব, শিক্ষার্থী (ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়, কানাডা)

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড