• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে পাখি মেলা কাল

  জাবি প্রতিনিধি

১০ জানুয়ারি ২০১৯, ১৪:৫১
জাবি
পাখিদের অভয়ারণ্য জাবি ক্যাম্পাস (ছবি : দৈনিক অধিকার)

‘পাখ-পাখলি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’ স্লোগানে প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘পাখি মেলা-২০১৯’ অনুষ্ঠিত হবে আগামীকাল ১১ জানুয়ারি (শুক্রবার)। আয়োজক কমিটির আহ্বায়ক, বাংলাদেশের অন্যতম বন্যপ্রাণি গবেষক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক কামরুল হাসান বলেন, ‘এ বছর পাখি মেলায় আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা থাকবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে দুটো দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি দলে চার জন শিক্ষার্থী থাকবে এবং দলের সঙ্গে এক জন বিচারক দেওয়া হবে। জাবি কাম্পাসে নির্ধারিত এক ঘণ্টা হেঁটে পাখি দেখে বা পাখির ডাক শুনে সঠিক নাম লিখতে হবে। মেলার দিন প্রতিযোগিতা শুরুর আগে জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে সকাল সোয়া ৭টার মধ্যে নিবন্ধন করতে হবে।'

তিনি আরও বলেন, 'শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতাও থাকবে। স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। দুটো গ্রুপ থাকবে, ‘ক’ গ্রুপে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি এবং ‘খ’ গ্রুপে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি । মেলার দিন জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টার মধ্যে নিবন্ধন করতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন। এ ছাড়াও থাকবে টেলিস্কোপ দিয়ে শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ। স্টল সাজানো প্রতিযোগিতা এবং সর্বশেষে পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান।'

তিনি আরও বলেন, ‘এ ছাড়াও পাখির ওপর সায়েন্টিফিক পাবলিকেশন্সকে উৎসাহ প্রদান করার জন্য ‘সায়েন্টিফিক পাবলিকেশন্স’ নামে একটি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বন বিভাগ বরাবরের মতো আমাদের সঙ্গে আছেন। বন বিভাগের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিভগের সাথে আমাদের কথা হয়েছে। যারা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা পাখিদের অবমুক্ত করে থাকেন। এবার কিছু পাখি যেন মেলায় অবমুক্ত করা হয় সে বিষয়ে আমরা তাদের অবহিত করে রেখেছি। এ ছাড়া আরণ্যক ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।’

উল্লেখ্য, পাখি সংরক্ষণের গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে ক্যাম্পাসে পাখি মেলা আয়োজন করে আসছে জাবির প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াল্ড লাইফ রেসকিউ সেন্টার।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড