• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

র‍্যাগিং বিরোধী পোস্টার লাগানোয় যবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ

  যবিপ্রবি প্রতিনিধি

১০ জানুয়ারি ২০১৯, ০২:৩১
বিক্ষোভ
যবিপ্রবি ছাত্রলীগ ও শিক্ষার্থীদের বিক্ষোভ (ছবি : দৈনিক অধিকার)

আওয়ামী লীগের প্রতীক নৌকার সামনে র‌্যাগিং বিরোধী পোস্টার লাগানোকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শাখা ছাত্রলীগ।

বুধবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ করা হয়। মিছিলটি প্রধান ফটক থেকে শুরু হয়ে অ্যাকাডেমিক ভবনের সামনে সমাবেশ করে আবার প্রধান ফটকে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে শেখ হাসিনা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন বলেন, নৌকা প্রতীককে সরিয়ে দিয়ে র‌্যাগিং বিরোধী পোস্টারের নামে প্রশাসনের পক্ষ থেকে যে নোংরা পোস্টার লাগানো হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ক্যাম্পাসে র‌্যাগিংয়ের পোস্টার লাগিয়ে প্রশাসন আসলে সিনিয়র শিক্ষার্থীদের অপমান করেছে, প্রশাসনের এরূপ কার্যক্রম প্রহসন ছাড়া আর কিছুই নয়।

এ বিষয় নিয়ে কথা বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ছাত্রলীগ নেতাদের সঙ্গে অশোভনমূলক আচরণ করা ও হয়রানি করা হয়েছে বলেও তিনি জানান। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে রাখা সদ্য নির্বাচিত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক নৌকার সামনে এ ধরণের পোস্টার লাগানোকে তিনি নৌকার অপমান বলে আখ্যায়িত করেন এবং তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারও দাবি করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শহীদ মশিয়ুর রহমান হলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক শেখ শরীফ উদ্দিন, পিইএসএস বিভাগ ছাত্রলীগের সভাপতি আসিফ আল মাহমুদ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ ব্যাপারে সদ্য নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ইকবাল কবির জাহিদ বলেন, ক্যাম্পাসে নৌকা টাঙ্গিয়েছি আমি অথচ আমার বিরুদ্ধে নৌকা সরানোর যে অভিযোগ তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। ছাত্রলীগ নেতাদের সঙ্গে অশোভনমূলক আচরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি যদি কোন শিক্ষার্থীকে বকা দিয়ে থাকি তবে শিক্ষক হিসেবে সেই অধিকার আমার আছে। এছাড়া জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ এক নেতা মুঠোফোনে তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাকে দেখে নেয়ারও হুমকি দিয়েছেন বলে তিনি জানান।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড