• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেশনজট আতঙ্কে শিক্ষার্থীরা

হাবিপ্রবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত

  হাবিপ্রবি প্রতিনিধি

০৮ জানুয়ারি ২০১৯, ২১:৫৮
অনশন
৫৭ শিক্ষকের প্রতীকী অনশন কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) পূর্বের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সদ্য পদোন্নতি প্রাপ্ত ৫৭ জন শিক্ষক ও প্রগতিশীল শিক্ষক ফোরাম।

বেতন বৈষম্যের প্রতিবাদ ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে গত ১৫ নভেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে আসছেন সদ্য পদোন্নতি প্রাপ্ত ৫৭ জন সহকারী অধ্যাপক।

এদিকে, যৌন নির্যাতনকারী শিক্ষকদের স্থায়ী শাস্তিসহ ৬ দফা দাবিতে গত বছরের ৬ নভেম্বর থেকে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে আসছেন প্রগতিশীল শিক্ষক ফোরাম। প্রতিদিন দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে চলে আসছে এই অবস্থান কর্মসূচি। সদ্য পদোন্নতি প্রাপ্ত ৫৭ জন সহকারী অধ্যাপকের দাবির সাথে একাত্মতা পোষণ করেন প্রগতিশীল শিক্ষক ফোরাম।

শিক্ষকদের এহেন অবস্থান ও প্রতিবাদের কারণে বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের আশঙ্কা করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত উদ্ভূত পরিস্থিতি সমাধানের আহ্বান জানান।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড