• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দ্বিতীয় মেয়াদে আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন প্রফেসর ড. আহসান

  ক্যাম্পাস ডেস্ক

০৭ জানুয়ারি ২০১৯, ১১:৫৭
আরবি বিশ্ববিদ্যালয়
প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (ছবি : সংগৃহীত)

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হলেন প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। দ্বিতীয় মেয়াদে আরও চার বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রফেসর ড. মুহাম্মদ আহসান ১৯৬৩ সালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি উল্লাহ বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ও ফারসি ভাষায় সমানভাবে পারদর্শি বলে জানা গেছে। এছাড়া, মিশরীয় লেখক নোবেল বিজয়ী নাজীব মাহফুজের ছোটগল্প ও সেরা আরব নাট্যকার তওফীক আল-হাকীমের নাটকের বাংলা অনুবাদ করেছেন তিনি।

তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ এর মধ্যে ‘মাঝরাতে বৃষ্টি’ (গল্পগ্রন্থ), ‘গৃহবধূ পিঞ্জরের পাখি’ (রম্যরচনা), ‘আপোফিসের স্বপ্ন’ (গল্পগ্রন্থ) অন্যতম।

প্রসঙ্গত, প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর এবং একই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড