• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৫ পদে নতুন শিক্ষক নিয়োগ

  ইবি প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৪২
শিক্ষক
নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ (ছবি : সম্পাদিত)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ হলের প্রভোস্টসহ, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, পরিবহন প্রশাসক পদে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া টিএসসিসি’র পরিচালক পদেও নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদে মো. বখতিয়ার হাসানের স্থলে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোদ্দারকে, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট পদে প্রফেসর মো. আব্দুস শাহীদ মিয়ার স্থলে আইন বিভাগের প্রফেসর ড. মো. আকরাম হোসেন মজুমদারকে, বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট পদে প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়ার স্থলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. বাবলী সাবিনা আজহারকে, লালন শাহ হলের প্রভোস্ট পদে প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের স্থলে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল মোত্তালিবকে, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট পদে প্রফেসর ড. মো. মিজানুর রহমানের স্থলে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. শেলীনা নাসরীনকে নিয়োগ দেয়া হয়েছে।

প্রক্টর পদে প্রফেসর ড. মো. মাহবুবর রহমানের স্থলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো. ইব্রাহিম আব্দুল্লাহকে নিয়োগ দেয়া হয়েছে।

ছাত্র-উপদেষ্টা পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. রেজওয়ানুল ইসলামের স্থলে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মনকে এবং পরিবহন প্রশাসক হিসেবে প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের স্থলে প্রফেসর ড. মো. রেজওয়ানুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়াও বাংলা বিভাগের প্রফেসর মো. ইয়াসিন আলীকে টিএসসিসি’র পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী আগামী ১ বছরের জন্য তাঁদেরকে নিয়োগ দিয়েছেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড