• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

  ক্যাম্পাস ডেস্ক

১৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৪১
বশেমুরবিপ্রবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগের খবর পাওয়া গেছে। অনিয়মের মাধ্যমে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একাধিক প্রার্থীকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ প্রসঙ্গে নিয়োগ বোর্ডের বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা গণমাধ্যমকে জানান, ‘নিয়োগ বাণিজ্য করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচর্য অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়োগ দিচ্ছেন। এই বিষয়ে আমি গেল ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কামিশনের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছি।’

এ দিকে, অনিয়মের অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার নাসির উদ্দিন জানান, ‘নিয়ম মেনেই প্রভাষক নিয়োগ দেওয়া হচ্ছে। যিনি অভিযোগ করেছেন, তিনি ঠিক কথা বলেননি। তিনি নিজের প্রার্থীকে নিয়োগ দিতে না পেরে এই অভিযোগ করেছেন। সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।’

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড