• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবিতে সাংবাদিকদের নির্যাতন, শাবি প্রেসক্লাবের শাস্তির দাবি

  শাবি প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০১৮, ২২:৪৭
প্রেসক্লাব
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (ছবি : সম্পাদিত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্মরত তিন সাংবাদিকের ওপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতন ও হামলার ঘটনায় সংশ্লিষ্টদের তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

সোমবার (১৭ ডিসেম্বর) শাবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিন সাংবাদিকের উপর হামলা ও নির্যাতনকারী বুয়েটের শেরে বাংলা হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক নাফিউল আলম ফুজি, ইফতেখারুল হক ফাহাদ, প্রচার সম্পাদক নিলাদ্রি নিলয় দাস এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম মাহমুদ সেতুকে তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে বহিষ্কারের দাবি জানান।

এ সময় যৌথ বিবৃতিতে তারা আরও বলেন, সাম্প্রতিককালে ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী এই সংগঠনটিকে কলুষিত করছে। যেখানে অপরাধ করলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে যা বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনটির সাথে সংবাদকর্মীদের মাঝে দূরত্ব সৃষ্টি করছে যা কোনো ভাবেই কাম্য নয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন ক্যাম্পাস সাংবাদিকদের উপর হামলাকারীদের অপরাধের মাত্রা ভেদে বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কারের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত শনিবার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অপহরণের খবর সংগ্রহ করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হন দৈনিক জনকণ্ঠের ঢাবি রিপোর্টার মুনতাসির জিহাদ, কালের কণ্ঠের ঢাবি প্রতিনিধি মেহেদী হাসান ও ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় রিপোর্টার কবির কানন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড