• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রিন ইউনিভার্সিটিতে মুক্তিযুদ্ধের নাটক মঞ্চস্থ

  জিইউবি প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০১৮, ২২:৪০
নাটক
'কোথায় আমার স্বাধীনতা' নাটকের মঞ্চায়ন (ছবি : সংগৃহীত)

মহান বিজয় দিবস- ২০১৮ উপলক্ষে গ্রিন ইউনিভার্সিটিতে (জিইউবি) মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক 'কোথায় আমার স্বাধীনতা' মঞ্চস্থ হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাব এই নাট্যনুষ্ঠানটির আয়োজন করে। ক্লাবের শিল্পীদের পরিবেশনায় নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

নাটকে অভিনয় করেন- মারুফ আহমেদ, আল-আরশিয়ান নয়ন, আনিজা, ইউসুফ, আরাফাত রানা, শামসুর রহমান, ফরহাত, শাহ আলম, সর্নালী, শাওন ও মামুন। এর আগে দেশীয় গান, নৃত্যনুষ্ঠান ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. শহিদউল্লাহ সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ড. মো. পারভেজ আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ফৈয়াজ খান ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আল আরশিয়ান নয়ন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সামদানী ফকির শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখার আহবান জানান।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড