• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজয় দিবস উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রকাশনা উৎসব

  আইআইইউসি প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০১৮, ২২:৩২
ফটক
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফটক (ছবি : সংগৃহীত)

বিজয় দিবস উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ৪ দিনব্যাপী 'দাওয়াহ প্রকাশনা উৎসব ও বই মেলা-২০১৮' আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

১৮ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ২১ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত এই মেলা চলবে। বাংলাদেশে কোনও বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় উদ্যোগে এর আগে এ ধরনের বই মেলা আয়োজনের কোনও নজির নেই।

ইতোমধ্যে দাওয়াহ বিভাগের আয়োজিত এই প্রকাশনা উৎসব ও বই মেলা সারা দেশে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। বাংলাদেশের সেরা সেরা প্রকাশনী সংস্থা বই মেলায় যোগদানের জন্য স্টল বরাদ্দ নিয়েছে। এরই মধ্যে ৪৩ টি স্টল বরাদ্দ দিয়েছে মেলা কর্তৃপক্ষ। দাওয়াহ বই মেলা উপলক্ষে দেশের নামীদামী প্রকাশনীগুলো বই বিক্রিতে বিশাল ডিসকাউন্ট ঘোষণা করেছে। ২৫ থেকে ৩৫% ছাড় ঘোষণা করেছে বিভিন্ন প্রকাশনী।

ইতোমধ্যে যারা স্টল বরাদ্দ নিয়েছেন তারা হলেন:

১. মাকতাবাতুল আযহার, ঢাকা (৪টি স্টল) ২. মাকতাবাতুল বায়ান, ঢাকা (২টি স্টল) ৩. গার্ডিয়ান, ঢাকা-চট্টগ্রাম (১টি স্টল) ৪. সমকালীন, ঢাকা (২টি স্টল) ৫. BIIT, ঢাকা-চট্টগ্রাম (২টি স্টল) ৬. সিয়ান পাবলিকেশন্স, ঢাকা (২টি স্টল) ৭. আর রিহাব, ঢাকা (১টি স্টল) ৮. রুহামা পাবলিশার্স, ঢাকা (১টি স্টল) ৯. সংকল্প, চট্টগ্রাম (২টি স্টল) ১০. দারুল হিকমা, চট্টগ্রাম (২টি স্টল) ১১. আল আযহার ফাউন্ডেশন (১টি স্টল) ১২. ABC, চট্টগ্রাম (১টি স্টল) ১৩. ফয়েজ বুকস (১টি স্টল) ১৪. দাওয়াহ ক্লাব (২টি মেইল ক্যাম্পাস+১০টি ফিমেল ক্যাম্পাস=১২টি) ১৫. দাওয়াহ ক্লাব, ফুড (চটপটি, ঝালমুড়ি, ১টি) ১৬. রিমঝিম প্রকাশনী, ঢাকা (১টি স্টল) ১৭. ড. মাসুদ বুক কালেকশন (১টি স্টল) ১৮. বাংলাদেশ ইসলামিক রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার, ঢাকা (১টি স্টল) ১৯. মাকতাবাতুল হাসান, ঢাকা (১টি স্টল) ২০. SOZLER PUBLICATION (TURKI) (১টি)২১. কথা বিচিত্রা (১টি স্টল)২২. স্পন্দন প্রকাশনী (১টি স্টল)

মেলায় যেসব ইভেন্ট থাকছে :

১.প্রদর্শনীসমূহ:

১.১) দাওয়াহ দেয়ালিকা প্রদর্শনী ১.২) দাওয়াহ ক্লাব ছবি দেয়ালিকা প্রদর্শনী। ১.৩) দাওয়াহ মাসিক স্কলারশিপ প্রকল্প প্রদর্শনী। ১.৪) দাওয়াহ প্রকাশনা সামগ্রী সমূহ ২০১৯ ১.৫) বাংলা ভাষার দুর্লভ বই প্রদর্শনী।

২. অ্যারাবিক ল্যাংগুয়েজ কোর্স স্পট রেজিস্ট্রেশন : পুরো মেলায় দাওয়াহ বিভাগের আয়োজনে আলিম ও তদূর্ধ্ব শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সাজানো ও ব্যাপক সাড়া জাগানো অ্যারাবিক কোর্সের ফুল ফ্রি স্পট রেজিস্ট্রেশন চলবে। রেজিস্ট্রেশন বুথ : দাওয়াহ ডিপার্টমেন্ট স্টল

৩. দাওয়াহ টিউটর রেজিস্ট্রেশন : বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদের ছাত্রদের অ্যারাবিক ল্যাংগুয়েজ এর পাশাপাশি একাডেমিক মানোন্নয়নের লক্ষ্যে দাওয়াহ টিউটর রেজিস্ট্রেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় সপ্তাহে ৪ দিন দাওয়াহ বিভাগের মাস্টার্সের নিয়োগপ্রাপ্ত ছাত্ররা অনার্স লেভেলের ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন। মেলায় রেজিস্ট্রেশনের বিশেষ সুযোগ থাকছে।

২. বেস্ট সেলার বুক অ্যাওয়ার্ড : মেলায় সর্বাধিক বিক্রিত সংশ্লিষ্ট বইকে দাওয়াহ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ‘বেস্ট সেলার বুক অ্যাওয়ার্ড’ প্রদান করবে।

৩. বেস্ট রিডার অ্যাওয়ার্ড : বই মেলায় অসাধারণ আরও একটি ইভেন্ট হলো সেরা পাঠক পুরস্কার বা বেস্ট রিডার এওয়ার্ড। মেলায় যিনি সর্বোচ্চ পরিমাণ বই ক্রয় করবেন তাকে উৎসাহিত করতে এ পুরস্কারের আয়োজন। এ জন্য পাঠকদের দাওয়াহ স্টলের অ্যাওয়ার্ড বুথে রেজিস্ট্রেশন করতে হবে।

৪. সেরা দেয়ালিকা প্রাইজ : সংশ্লিষ্ট দেয়ালিকাগুলো থেকে বিচারকদের মতামতের ভিত্তিতে সেরা দেয়ালিকাকে ডিপার্টমেন্ট থেকে পুরস্কার প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

৫. কুইজ প্রতিযোগিতা : মেলায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কারের ব্যবস্থা। এ জন্য দাওয়াহ ডিপার্টমেন্ট স্টলে রেজিস্ট্রেশন করতে হবে।

৬. সাংস্কৃতিক সন্ধ্যা : পুরো আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হলো এটি। মেলার শেষ দিন বিকেলে দাওয়াহ ক্লাবের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

১৮ ডিসেম্বর সকাল ১০ টা ১৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম মহিউদ্দিন।

মেলা সংক্রান্ত যেকোনো তথ্য জানতে খোলা হয়েছে হেল্প লাইন। হেল্প লাইন নাম্বার : ০১৬৭৩৯০৯২০৫/ ০১৭১৬১৪৯৫৫২। এই নম্বরগুলো ব্যবহার করে মেলার সকল তথ্য জানা যাবে বলে জানিয়েছে আয়োজকরা।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড