• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

যবিপ্রবিতে ১৭ দিনের ছুটি

  যবিপ্রবি প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০১৮, ২২:০৩
যবিপ্রবি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

পবিত্র ফাহেতা-ই-ইয়াজদাহম ও বড়দিন, শীতকালীন অবকাশ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার (১৯ ডিসেম্বর) থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে।

সোমবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এক সভায় ছুটি সংক্রান্ত এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় ১৭ দিন ছুটি থাকায় শহীদ মসিয়ূর রহমান হল ও শেখ হাসিনা ছাত্রী হল ১৯ ডিসেম্বর ১২টার মধ্যে খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪ জানুয়ারি সকাল ১০টায় হল দুটি খুলবে। ৫ জানুয়ারি থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথা নিয়মে অনুষ্ঠিত হবে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড