• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে 'দর্শন কেন?' শীর্ষক আলোচনা সভা

  জাবি প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৪২
আলোচনা সভা
দর্শন দিবস উপলক্ষে আলোচনা সভা (ছবি : সংগৃহীত)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দর্শন বিভাগের উদ্যোগে বিশ্ব দর্শন দিবস উপলক্ষে ‘দর্শন কেন?’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা দর্শনের সংজ্ঞা, গুরুত্ব, প্রয়োজনীয়তা প্রভৃতি সম্পর্কে আলোচনা করেন।

সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ক্লাস রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শন বিভাগের সভাপতি মোস্তফা নাজমুল মানছুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘আধুনিক বিজ্ঞানকে জানতে হলে আগে দর্শন বুঝতে হবে। দর্শনের অন্যতম আলোচনা হলো নীতিবিদ্যা। আমরা নীতিবিদ্যার চর্চা করিনা বলেই প্রযুক্তির অপব্যবহার করি। সমাজে ও রাষ্ট্রে দর্শনের চর্চা ব্যাপক হারে প্রয়োজন।’

বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমাদের দেশে শতাধিক দার্শনিক দরকার নেই বরং এক দুজন হলেও চলবে যদি আমরা উপকৃত হই। আমাদের দর্শন চর্চা করতে হবে। বাংলাদেশে হয়তো দর্শনের মূল্য তুলনামূলক কম কিন্তু দর্শন যারা পড়েছে তারা অন্যদের তুলনায় কোন অংশে পিছিয়ে নেই। আমাদের নৈতিকতা চর্চা করতে হবে। বিশেষ করে বাংলাদেশ প্রেক্ষাপটে নৈতিকতার চর্চা খুব বেশি প্রয়োজন। তাহলে সমাজ পরিবর্তন হবে। এর জন্য প্রথমে এগিয়ে আসতে হবে যারা দর্শন পড়েছে তাদেরকে।'

সহযোগী অধ্যাপক সাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক মো. এুনির হোসেন তালুকদার, সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, মো. শওকত হোসেন, মোহাম্মদ উল্লাহ সহ বিভাগের শতাধিক শিক্ষার্থী।

উল্লেখ্য, প্রতিবছর অক্টোবরের ৩য় বৃহস্পতিবার বিশ্ব দর্শন দিবস পালন করা হয়। মানুষের চিন্তার উন্নতি ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনেস্কো ২০০২ সাল থেকে দর্শন দিবস পালন করে আসছে। ২০০৫ সালে ইউনেস্কো এক সাধারণ অধিবেশনে এটিকে ‘বিশ্ব দর্শন দিবস’ ঘোষণা করে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড