• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবিতে মাগুরা জেলা ছাত্র কল্যাণ সমিতির র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  ইবি প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:১৫
ইবি
মাগুরা জেলা ছাত্র কল্যাণ সমিতির আলোচনাসভা (ছবি : সংগৃহীত)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী (রাশিদ আসকারী) বলেছেন, বাংলাদেশের সত্যিকারের যে উন্নয়ন তা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই হয়েছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাসটেইনবল ডেভেলপমেন্ট গোল অর্জনে দেশ এগিয়ে গেছে। বর্তমানে বাংলাদেশ উদীয়মান ব্যাঘ্র হিসেবে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে। সামনে রয়েছে একশ বছরের ডেল্টা প্রজেক্ট। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষশক্তির বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

শনিবার (১৫ ডিসেম্বর) মাগুরা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুপুর ১টায় শুরু এ আলোচনা সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, রূপকল্প-২০২১, রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারব। তিনি বলেন, সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠেছে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে, রুখে দাঁড়াতে হবে।

অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা বলেন, বাংলাদেশ দশ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিতে পেরেছে, মেট্রোরেলের নির্মাণ কাজ চলছে। বিশ্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার ক্ষমতা এখন বাংলাদেশ অর্জন করেছে।

অতিথির বক্তব্যে মাগুরা ও যশোর জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল নাহার লাইলি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় আজ মহান মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হচ্ছে।

মাগুরা জেলা ছাত্র কল্যাণ সমিতির আহ্বায়ক মৌসুমি মৌ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

প্রফেসর ড. মো. বাকী বিল্লাহ, ড. মো. সাজ্জাদ হোসেন, আলতাফ হোসেন, ড. মো. মহব্বত হোসেন, ড. মো. হুমায়ুন কবির, জয়শ্রী সেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন- সমিতির যুগ্ম আহ্বায়ক তানভীর স্বাক্ষর ও হুমায়রা সিতুল। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে মাগুরা জেলা ছাত্র কল্যাণ সমিতির ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাগুরা জেলার প্রায় ৩০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন এবং ১১ জন শিক্ষক শিক্ষকতায় নিযুক্ত রয়েছেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড