• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের অপেক্ষমান তালিকার ফল প্রকাশ

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৬
বশেমুরবিপ্রবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তালিকা।

বুধবার (১৪ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। গেল ১১ এবং ১২ ডিসেম্বর মেধাতালিকার শিক্ষার্থীদের ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত নিজ নিজ বিভাগে ভর্তি ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদানের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই দিনে মুক্তিযোদ্ধা কোটাসহ বিভিন্ন কোটায় মনোনীত শিক্ষার্থীদেরও ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে গেল ২, ৩ এবং ৯, ১০ নভেম্বর ৯টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর প্রতি আসনের বিপরীতে লড়াই করেছিল প্রায় ৩৩ জন শিক্ষার্থী।

ভর্তি ও ফল সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ক্লিক করুন) থেকে জানা যাবে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড