• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবের নতুন কমিটি গঠন

  শাবি প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০১৮, ২০:২৫
কমিটি
নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সম্পাদিত)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে গঠিত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান সভাপতি এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের বালুচর নিকটস্থ আমানুল্লাহ কনভোকেশন সেন্টারে ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী ও ভোজ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল ইসলাম চৌধুরী (প্রকৌশল দপ্তর), কোষাধ্যক্ষ মোরশেদ আহমদ (হিসাব দপ্তর), সহসাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ শাকিল ভূঁইয়া (পলিটিক্যাল স্টাডিজ), ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক ওমর ফারুক (পদার্থ বিজ্ঞান), সহক্রীড়া সম্পাদক রাশেদুল হাসান (শারীরিক শিক্ষা), সমাজসেবা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা (বাংলা বিভাগ) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে, অধ্যাপক ড. আশরাফ উদ্দিন (গণিত), অধ্যাপক ড. মো আব্দুল মুকিত জোয়ারদার (অর্থনীতি), অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল (আইপিই), অধ্যাপক ড. আব্দুল গণি (সমাজবিজ্ঞান), অধ্যাপক ড. নিজাম উদ্দিন (রসায়ন), অধ্যাপক ড. জায়েদা শারমিন (পলিটিক্যাল স্টাডিজ), মো. তাজিম উদ্দিন (মহাবিদ্যালয় পরিদর্শক) নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ছাত্র-ছাত্রীদের জন্য একটি সাধারণ প্লাটফর্ম সৃষ্টির লক্ষ্য নিয়ে ২০১৭ সালের এপ্রিল মাসে এই ক্লাব যাত্রা শুরু করে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড