• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৮
শ্রদ্ধাঞ্জলি
শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি (ছবি : সংগৃহীত)

যথাযোগ্য মর্যাদায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০১৮ পালিত হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) এ উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডমিক ভবনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

স্মরণ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. গোলাম শাহি আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার, আইন অনুষদের ডিন আবদুল কুদ্দুস মিয়া, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি মুহাম্মদ রবি উল্লাহ, এসিসিই বিভাগের সভাপতি ড. মো. কামরুজ্জামান, গণিত বিভাগের সভাপতি মো. রফিকুল ইসলাম, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমুল হক, রসায়ন বিভাগের প্রভাষক নাসিরউদ্দিন, ফার্মেসি বিভাগের প্রভাষক শাণিতা জামান স্মৃতি, শিক্ষার্থী দুর্জয় ওঝা, শেখ সাকিব, কর্মচারী ফারুক হাসান প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বাংলাদেশ প্রতিষ্ঠায় শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

স্মরণ সভার সভাপতি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে স্মরণ সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে সকাল ৯ টায় উপজেলা চত্বরে জয়বাংলা পুকুর পাড়ে শহিদ স্মৃতিস্তম্ভ এবং সকাল ৯ টা ৩০ মিনিটে টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড