• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়

  ইবি প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৯
শিক্ষক সমিতি
ইবি শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সংগৃহীত)

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির- ২০১৯ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সব কটি পদে নিরঙ্কুশ জয় লাভ করেছে আওয়ামীপন্থি শিক্ষকদের দল 'শাপলা ফোরাম'। বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. সোলায়মান রহমান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের সংগঠন ‘শাপলা ফোরাম’ এবং বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘গ্রিন ফোরাম’ পৃথক প্যানেল থেকে ১৫টি পদে মোট ৩০ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৩৫০ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের মধ্যে ৪ জনের ভোট বাতিল বলে গণ্য হয়।

সভাপতি পদে ১৭৬ ভোট পেয়ে সাবেক উপউপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ২১৮ ভোট পেয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া বিজয়ী হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ. এইচ. এম. আক্তারুল ইসলাম (২০০ ভোট), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন (১৯৭ ভোট) এবং কোষাধ্যক্ষ পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রহমান (২০৫ ভোট) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ১০টি সদস্য পদে ড. মো. জাকারিয়া রহমান (ব্যবস্থাপনা বিভাগ, ১৯০ ভোট), ড. মো. আনোয়ার হোসেন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ১৮৬ ভোট), প্রক্টর ড. মো. মাহবুবর রহমান (ইইই, ১৮৭ ভোট), ড. তপন কুমার জোদ্দার (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ১৭৫ ভোট), ড. মো. রেজওয়ানুল ইসলাম (বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ১৮৫ ভোট), ড. মোহা. মেহের আলী (ইংরেজি বিভাগ, ১৯৭ ভোট), ড. মো. মাহবুবুল আরিফিন (ব্যবস্থাপনা বিভাগ, ২০৪ ভোট), ড. শাহাদাৎ হোসেন আজাদ (ইংরেজি বিভাগ, ১৯০ ভোট), জনাব মো. মিজানুর রহমান (গণিত বিভাগ, ১৮০ ভোট), এবং জয়শ্রী সেন (কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১৯১ ভোট) বিজয়ী হন।

অন্যদিকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা অক্ষুণ্ণ রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিশ্রুতি বদ্ধ বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জিয়া পরিষদ ও গ্রিন ফোরামের মোজাম্মেল ও অলি উল্ল্যাহ প্যানেরের সভাপতি পদে অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন ১৫৬ ভোট পান। সহসভাপতি পদে অধ্যাপক ড. আবু সিনা ১৩০ ভোট সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. অলি উল্ল্যাহ ১২০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মিজানুর রহমান ১৩৬ ভোট, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম ১২৫ ভোট পান।

এ ছাড়া সদস্য পদে, অধ্যাপক ড. আলীনুর রহমান ১৪২ ভোট, অধ্যাপক ড. শহীদ মুহাম্মাদ রেজওয়ান ১২২ ভোট, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ১৪৬ ভোট, অধ্যাপক ড. মমতাজুল ইসলাম ১৫২ ভোট, অধ্যাপক ড. আব্দুস সামাদ ১৪৯ ভোট, অধ্যাপক ড. নূরুন নাহার ১৩৭ ভোট, অধ্যাপক ড. আবু জাফর খান ১২৪ ভোট, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ১৩৪ ভোট, অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান ১৫০ ভোট এবং অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান ১৫৭ ভোট পান।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড