• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবিতে মাভৈঃ’র সভাপতি হলেন জুবায়ের, সম্পাদক নবনীতা

  শাবি প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৫
শাবি
সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সংগৃহীত)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের মাহমুদ। অন্যদিকে, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নবনীতা কর্মকার।

বুধবার (১২ ডিসেম্বর) মাভৈঃ আবৃত্তি সংসদ কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল মঙ্গলবার সন্ধ্যায় মাভৈঃ আবৃত্তি সংসদ’র সংবিধান এর ‘ধারা-৪’ মোতাবেক আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ২০তম কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক সহসভাপতি ফয়সাল রিজভী, সাবেক সাধারণ সম্পাদক মানস দেব, সাবেক সদস্য মোশারফ লিমন, সাবেক সভাপতি গিয়াস বাবু, কাসিব মুন্না, শুভ রায়, নিখিলেশ দেবনাথসহ সাধারণ সদস্য ও শুভাকাঙ্ক্ষিরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনামিকা কৈরী, সহসাধারণ সম্পাদক বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তাবিয়া তাসনিম আনিকা, সাংগঠনিক সম্পাদক ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা বেগম, সহসাংগঠনিক সম্পাদক বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী অংকিতা দাশ গুপ্তা, কোষাধ্যক্ষ লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া তুজ জামিলা।

সহকোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন আইপিই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ উল আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ব্যবসায় প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তাজ উদ্দীন শামসুল, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক আইপিই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দীপংকর দাশ বৃন্ত, প্রচার সম্পাদক ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজর্ষি ভট্টাচার্য্য, সহপ্রচার সম্পাদক সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজিদুল ইসলাম সিজন ও দপ্তর সম্পাদক লোকপ্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রায়হানা ইসলাম।

এছাড়া, কার্যকরী সদস্য হিসেবে আছেন ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অলোক দেবনাথ সাগর, সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা দাস সৃষ্টি ও একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খন্দকার।

এছাড়া, জ্যেষ্ঠ কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী পায়েল চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী সুমাইতা রাফিয়া কথা ও বাংলা বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী রণদা প্রসাদ তালুকদার।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি চর্চাকে আরো সমৃদ্ধ করতে ‘শেকল ভাঙার ছন্দ মোরা দেয়াল ভাঙার উচ্চারণ’ এই স্লোগানকে ধারণ করে ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’ শাবিপ্রবিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

মাভৈঃ পরিবার

মাভৈঃ পরিবার

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড