• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানো নোটিশ

  অধিকার ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৮, ১১:৫৩
মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : সম্পাদিত)

পাসের হার সন্তোষজনক না হওয়ায় ১৫টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। মূলত এসব শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৪র্থ পর্ব সমাপনী পরীক্ষায় পাসের হার সন্তোষজনক নয় কেন তার কারণ চেয়ে অধ্যক্ষকে চিঠি দিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা যায়, তিন কর্মদিবসের মধ্যে ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে পাসের হার সন্তোষজনক নয় কেন তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৪র্থ পর্ব সমাপনী পরীক্ষায় প্রতিষ্ঠানগুলোর পাসের হার থাকা প্রয়োজন ৮০ শতাংশ। সেখানে নেত্রকোনা টেকনিক্যাল স্কুল ও কলেজে পাসের হার ৭ শতাংশ। মাদারীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে ৯ শতাংশ, মুন্সীগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫৭ শতাংশ, নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজে ৩৩ শতাংশ, কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজে পাসের হার ১৭ শতাংশ।

অন্যদিকে, টাংগাইল টেকনিক্যাল স্কুল ও কলেজে পাসের হার ৪৯ শতাংশ, ভৈরব টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫৭ শতাংশ, রাজবাড়ী টেকনিক্যাল স্কুল ও কলেজে ১২ শতাংশ, শরীয়তপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে ১১ শতাংশ, গৌরীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে ২৬ শতাংশ, শেরপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে ৪৫ শতাংশ, জামালপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে ১৩ শতাংশ, জয়পাড়া টেকনিক্যাল স্কুল ও কলেজে ১০ শতাংশ এবং গাজীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫৯ শতাংশ, নরসিংদী টেকনিক্যাল স্কুল ও কলেজে পাসের হার ৩২.২ শতাংশ।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড