• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারীর প্রতি সহিংসতা রোধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন

  কুবি প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০১৮, ২০:৫২
র‍্যালি
ক্যাম্প উপলক্ষ্যে র‍্যালি (ছবি : সংগৃহীত)

'অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড : হিয়ার মি টু' স্লোগানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্যতিক্রমী এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 'ইউএন উইমেন বাংলাদেশ’ এবং ‘বাঙলা কমিউনিকেশন্স লি.’ এর যৌথ উদ্যোগে রবিবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে র‌্যালির মাধ্যমে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রধান অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএন উইমেন বাংলাদেশের নির্বাহী প্রধান সালমা আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আর সেটা অনেকটাই সম্ভব হয়েছে নারীদের সমান অধিকার দেয়ায়। বাংলাদেশের নারীরা তাদের মেধা ও কাজের মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছে তারা পুরুষের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই। এমন একটা সময় আসবে যখন পুরুষদের চাকরির জন্য কোটা দরকার হবে। নারীর প্রতি সহিংসতা রোধে আমরাও সোচ্চার। আমরা বিশ্ববিদ্যালয়ে নারী নির্যাতন বিরোধী সেল গঠন করেছি যার মাধ্যমে তারা তাদের অভিযোগগুলো সম্পর্কে আমাদের অবহিত করতে পারবে।’

আলোচনা সভা (ছবি : সংগৃহীত)

এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

পরে সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা নাটক, সংগীতসহ বিভিন্নি উপস্থাপনায় অংশগ্রহণের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।a

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড