• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে 'হাল্ট প্রাইজ' এর ফাইনাল অনুষ্ঠিত 

  নোবিপ্রবি প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০১৮, ২০:৪৬
হাল্ট প্রাইজ
আন্তর্জাতিক প্রতিযোগিতা হাল্ট প্রাইজ ২০১৯ এর গ্র্যান্ড ফাইনাল (ছবি : সংগৃহীত)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক প্রতিযোগিতা 'হাল্ট প্রাইজ'- ২০১৯ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) এর আয়োজন করে।

বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস অডিটোরিয়াম উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, আইআইএস এর পরিচালক ড. আবদুল্লাহ- আল মামুন, হাল্ট প্রাইজ এর আহ্বায়ক শামীমা ইয়াসমিন, জুরিবোর্ড সদস্যগণ, বিভিন্ন রাউন্ডের বিচারকগণ, নোবিপ্রবি আইআইএস ও বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীসহ প্রমুখ।

হাল্ট প্রাইজ ২০১৯ এর গ্র্যান্ড ফাইনালে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ‘টিম রোড ওয়ার্ডেন'। বিজয়ী টিম নিজেদের আইডিয়াকে উপস্থাপন করতে এবার যাবে মালয়েশিয়া। প্রতিযোগিতায় রানার্স আপ হয় ‘কমপ্লেন্সি’ টিম। বিজয়ী দল তাদের বিজনেস আইডিয়া বাস্তবায়নের জন্য পাবে ১ বিলিয়ন ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ৮ কোটি টাকা।

হাল্ট প্রাইজ এর সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইনফরমশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শামীমা ইয়াসমিন, মেন্টর সহকারী অধ্যাপক উম্ম হাবিবা, প্রভাষক রাজশ কুমার দাস, মো. ইমদাদুল ইসলাম এবং মো. আবদুল করিম প্রমুখ। ক্যাম্পাস ডিরেক্টর ছিলেন ইনস্টিটিউট অব ইনফরমশন সায়েন্সেস এর ইনফরমশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুর রহমান আদিল।

প্রসঙ্গত, হাল্ট প্রাইজ জাতিসংঘ, ক্লিনটন ইনিসিয়েটিভস এবং হাল্ট ইটারন্যাশনাল বিজনেসের যৌথ আয়োজন। যা বিশ্বের একুশটির অধিক দেশ আয়োজিত সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা। যেখানে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড