• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

'বীর প্রতীক তারামন বিবি হল' নামকরণের দাবি

চবিতে খালেদা জিয়া হলের নামফলক ভাঙলো ছাত্রলীগ

  চবি প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০১৮, ২০:১৫
নামফলক
ভেঙে ফেলা হচ্ছে হলের নামফলক (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীদের আবাসিক হল 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল' এর নামফলক ভেঙে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এর পাশাপাশি হলের নাম সদ্য প্রয়াত বীর প্রতীক তারামন বিবির নামানুসারে 'বীর প্রতীক তারামন বিবি হল' করার জন্য প্রক্টর অফিসে মৌখিক দাবিও জানিয়েছে শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হলের নামফলক ও হল নির্দেশক চিহ্ন মুছে দেন।

কালি দিয়ে মুছে দেওয়া হচ্ছে হল নির্দেশক নামফলক (ছবি : সংগৃহীত)

এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনসুর আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন প্রমাণিত দুর্নীতিবাজ, জঙ্গিদের পৃষ্ঠপোষক ও অশিক্ষিত ব্যক্তির নামে হল থাকবে না। তাই চবি ছাত্রলীগের উদ্যোগে আজ জঙ্গিমাতা, এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়ার নাম মুছে দেয়া হলো। আজ থেকে এই হলের নাম 'বীর প্রতীক তারামন বিবি হল'।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী বলেন, নামফলক মুছে দেওয়ার কথা আমরা শুনেছি। এবং শুনেছি নাম পরিবর্তনের একটা দাবি জানানো হয়েছে। তবে আমি এখনও কোনো আবেদনপত্র পাইনি।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড