• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবি চারুকলা অনুষদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

  ঢাবি প্রতিনিধি

৩০ নভেম্বর ২০১৮, ২১:১৭
উপাচার্য
প্রদর্শনী দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে এই প্রদর্শনী শুরু হয়।

এ উপলক্ষে অনুষদের লেকচার থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিদের সাথে নিয়ে উপাচার্য প্রদর্শনী ঘুরে দেখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রদর্শনীর আহ্বায়ক ফারহানা ফেরদৌসী। এছাড়া বিভাগের অধ্যাপক মোহাম্মদ নজীব শুভেচ্ছা বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের শিক্ষকবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রদর্শনী উপলক্ষে শিল্পকর্মের স্বীকৃতিস্বরূপ বিভাগের ৭জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিল্পী আব্দুল জাব্বার স্মৃতি পুরস্কার পেয়েছেন সত্যানন্দ রায়, শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পুরস্কার- সোহানা শিহাব ইমা, জুনাবুল ইসলাম স্মৃতি পুরস্কার- সাক্ষর চাকমা, শিল্পী আব্দুস শাকুর শাহ শ্রেষ্ঠ মাধ্যম পুরস্কার- জিনিয়া ক্লারা ঘোষ, ক্রিয়েটিভ ক্রাফট এ্যাওয়ার্ড- নওশিন নাহিদ, এক্সপেরিমেন্টার এ্যাওয়ার্ড- রুবাইয়েত-ই-শারমিন এবং শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন পুনম সাহা।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিল্পকলার ইতিহাসে কারুশিল্প এক বিরাট স্থান অধিকার করে রয়েছে। প্রয়োজনের তাগিদে সৃষ্ট এই মাধ্যমটি দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যের চাহিদা পূরণের পাশাপাশি নান্দনিক বিশেষত্বে অন্যমাত্রা পায়। বিভিন্ন পণ্যে সৃজনশীল কারুকাজের জন্য সেই পণ্যটি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

প্রদর্শনীতে ৪৭জন শিক্ষার্থীর ১১৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড