• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবিতে 'বিশ্ব পরিবেশ দিবস'- ২০১৮ উপলক্ষে সেমিনার

  জবি প্রতিনিধি

২৭ নভেম্বর ২০১৮, ১৭:৫০
সেমিনার
বিশ্ব পরিবেশ দিবস- ২০১৮ উপলক্ষে সেমিনার (ছবি : সংগৃহীত)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ব পরিবেশ দিবস- ২০১৮ উপলক্ষে ‘আমাদের পরিবেশ: আমাদের দায়িত্ব ও অর্জন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজনে বিভাগীয় সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।

সেমিনারে ‘আমাদের পরিবেশ: আমাদের দায়িত্ব ও অর্জন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এর এইচবিআরআই এর সিনিয়ার রিসার্চ অফিসার মো. আকতার হোসেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব ও অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড