• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অকৃতকার্যদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়াও দুর্নীতি : দুদক চেয়ারম্যান

  অধিকার ডেস্ক

২১ নভেম্বর ২০১৮, ১০:২০
দুর্নীতি দমন কমিশন
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ছবি: সংগৃহীত)

এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় এবং টেস্টে অকৃতকার্যদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়াও দুর্নীতি বলে মন্তব্য করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে এক অনির্ধারিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, দুদক এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শিক্ষা মন্ত্রণালয় ও দুদক এ বিষয়ে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। যেসব স্কুল এই অতিরিক্ত টাকা নিয়েছে, তারা মামলাযোগ্য অপরাধ করেছে।

তিনি আরও বলেন, এবিষয়ে আলাপকালে শিক্ষা সচিব আমার সাথে দুঃখ প্রকাশ করেছেন। এক সাবজেক্টে এমন কি আরও বেশি বিষয়ে টেস্টে ফেল করা বাচ্চারাও হাজার হাজার টাকার বিনিময়ে সেন্টারে চলে যাচ্ছে। শিক্ষকরা তাদের পাস করিয়ে দিচ্ছে। শেইমলেস, অবিবেচক মানুষগুলো শিক্ষকতার নামে ভয়ানক অপরাধ করছে।

তার মতে, শিশুদের দরকার পড়াশোনা। বাচ্চাদের কোয়ালিটি এডুকেশন চাই। যদি ফেল করে সেন্টারে চলে যায়, তবে সে কীভাবে শিখবে?

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড