• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেস্টে ‘ইচ্ছাকৃতভাবে ফেল করানো’ ৩১ শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা

  অধিকার ডেস্ক

২০ নভেম্বর ২০১৮, ১১:০৪
পরীক্ষা
টেস্ট পরীক্ষা (ছবি : সংগৃহীত)

শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে টেস্ট পরীক্ষায় ‘ইচ্ছাকৃতভাবে ফেল করানো’ সেই ৩১ শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) সকালে ইংরেজি ১ম ও বিকালে ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়ছার বলেন, ‘দ্বিতীয় দফার পরীক্ষায় পাস করলে সকল শিক্ষার্থীকে ফরম পূরণ করার সুযোগ দেওয়া হবে। ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে।’

উল্লেখ্য, শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে ইংরেজি প্রাইভেট না পড়ায় টেস্ট পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয় ৩১ শিক্ষার্থীকে। এরপর অকৃতকার্য শিক্ষার্থী ও অভিভাবকরা খাতা দেখায় স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেন। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয় থেকে খাতা এনে পুনর্মূল্যায়নের নির্দেশ দিলে সেখানে ব্যাপক অনিয়ম বিষয়টি নজরে আসে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড