• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবিতে 'ক্যাম্পাস টাইপিং মাস্টার'- ২০১৮ সম্পন্ন

  জবি প্রতিনিধি

১২ নভেম্বর ২০১৮, ২১:৪০
বক্তব্য
ক্যাম্পাস টাইপিং মাস্টার প্রতিযোগিতায় বক্তব্য রাখছেন জবি উপাচার্য (ছবি : সংগৃহীত)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মত 'ক্যাম্পাস টাইপিং মাস্টার'- ২০১৮ এর পুরষ্কার বিতরনি এবং 'বেসিক কম্পিউটার ওয়ার্কশপ'-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ৩ নভেম্বর থেকে চারটি ধাপে ক্যাম্পাস টাইপিং মাস্টার প্রতিযোগিতা শুরু হয়। সোমবার সকাল ১১টায় জবি মিলনায়তনে প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ডে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইজাজ আহমেদ প্রথম স্থান অধিকার করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় উপাচার্য বলেন, 'বর্তমান বিশ্বে আইটি জ্ঞান ছাড়া এগিয়ে থাকা সম্ভব নয়। সকল ক্ষেত্রে আইটি জ্ঞান থাকা জরুরি। তাই সকলকে ন্যূনতম আইটির প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে'। এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে আইটির গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির প্রচেষ্টাকে সাধুবাদ জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির প্রচার সম্পাদক শাহনেওয়াজ কবির অর্পন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সদস্য রুবাইয়াত বেনজীরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি মো. শরিফুল ইসলাম শাওন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাফি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির মেন্টর অধ্যাপক ড.উজ্জল কুমার আচার্য্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্রাপক মো: সেলিম ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান, সামজিক অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদা আক্তার খানম, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন আহমেদ ও আইন অনুষদের ডিন খ্রিষ্ট্রিন রিচার্ডসন।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম এবং সাধারন ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে ‘গেমিং কম্পিটিশন’ এবং বেস্ট ভলান্টিয়ার অফ দ্যা ইভেন্ট-এর বিজয়ীদেরও পুরষ্কার প্রদান করা হয়।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড