• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাবিপ্রবির ছাত্রকে মারধর, ২য় দিনে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

  হাবিপ্রবি প্রতিনিধি

১১ নভেম্বর ২০১৮, ২২:২৩
অবরোধ
বিচারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ (ছবি : দৈনিক অধিকার)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রকে মারধরের ঘটনার বিচারের দাবিতে ২য় দিনে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক সাড়ে ৩ ঘণ্টা অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত রংপুর-দিনাজপুর সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে বিজনেস স্টাডিজ অনুষদের ছাত্র মো. রুবেল হানিফ পরিবহনের একটি বাসে মারধরের শিকার হন। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে রংপুর-দিনাজপুর সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে দুপুর ১টা ৩০ মিনিটে অবরোধ উঠিয়ে নেওয়া হয়।

রবিবার সকাল ১০টায় একই স্থানে দ্বিতীয় দিনের মতো অবস্থান গ্রহণ করেন শিক্ষার্থীরা। এ সময় অবরোধ স্থলের দুই পাশে অনেক যানবাহন আটকে পড়ে। হানিফ পরিবহনের বাস চালক এবং চালকের সহকারীর বিচারের দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। মারধর করার ৩ দিন অতিবাহিত হওয়ার পরও কোনো সুষ্ঠু সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রুবেলের সহপাঠীরা।

অবরোধে অংশগ্রহণকারী শিক্ষার্থী মারুফ জানান, 'পরিবহন শ্রমিকরা বার বার আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে হাত দেয়ার সাহস পাচ্ছে, আমরা একরকম বিচারহীনতার সংস্কৃতিতে ভুগছি। ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে'।

পরে দুপুর ১টা ৩০ মিনিটে রবিবারের মতো অবরোধ উঠিয়ে নেওয়া হয়। সোমবার সকাল ১০টা থেকে আবারও রাস্তা অবরোধ করবেন বলে অবরোধকারীরা জানান। তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিনাজপুরগামী হানিফ পরিবহনের একটি বাসের চালক হেডফোনে গান শুনছিলেন। গান শুনতে নিষেধ করায় চালকের সাথে রুবেলের তর্ক হয়, এক পর্যায়ে বাস চালকের সহকারী রুবেলকে মারধর করেন, বলে অভিযোগ করেন রুবেল।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড