• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে বাকৃবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

  বাকৃবি প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৮, ১৪:৫১
বাকৃবি
বাকৃবির ভর্তি পরীক্ষা (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ নভেম্বর) বেলা ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা ব্যাপী ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। ১৬টি কেন্দ্রের মোট ২৩৯টি কক্ষে একযোগে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ভর্তি কমিটির সদস্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবার অনলাইনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষায় ১২৩০ সিটের বিপরীতে আসন সংখ্যার দশগুণ ১২ হাজার ৬৯৪ জন শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে ৯.৪২ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রতিবারের মতো এবারও আমরা সতর্ক অবস্থানে ছিলাম। ফলে ভর্তি পরীক্ষায় জালিয়াতিসহ কোনো অসুদপায় আবলম্বনের ঘটনা ঘটেনি। শিক্ষার্থীদের উপস্থিতিও ভালো ছিলো। ফলাফল আগামী ১৩ নভেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ক্লিক করুন) পাওয়া যাবে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড