হাবিপ্রবি প্রতিনিধি ১০ নভেম্বর ২০১৮, ০৮:৩৩
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শেষ হয়েছে তিন দিনব্যাপী বাণিজ্য মেলা। শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই মেলা।
মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। মেলায় অংশগ্রহণকারী দোকানগুলোর মধ্যে রেটিং পয়েন্টে এগিয়ে থাকা দোকানগুলোকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বাণিজ্য মেলার মতো ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধারা অব্যাহত থাকলে আমরা একদিন তরুণ উদ্যোক্তা পাব, যারা একদিন দেশ বিদেশে সুনাম ছড়াবে।
প্রসঙ্গত, বিজনেস স্ট্যাডিজ অনুষদের ১২তম ব্যাচের উদ্যোগে প্রথম বারের মতো আয়োজিত বাণিজ্য মেলার সন্ধ্যার শেষ দিনেও দর্শনার্থীদের ভিড় ছিল।
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০১৯
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড