• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ইনক্রিমেন্ট

  অধিকার ডেস্ক

০৯ নভেম্বর ২০১৮, ২২:১৪
প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি : সংগৃহীত)

বেসরকারি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে এমপিওভুক্ত প্রায় পাঁচ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারী প্রতিবছর সরকারি শিক্ষকদের মত বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্ত ৯টি ট্রাস্টের মধ্যে ১০০ কোটি টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনসহ অন্যান্যরা।

এক প্রশ্নের জবাবে সোহরাব হোসাইন বলেন, ‘আগামী বৈশাখ থেকেই শিক্ষক-কর্মচারীরা এই বৈশাখী ভাতা পাবেন। এর জন্য একবছরে ১৭৭ কোটি ২৭ লাখ ৪৯ হাজার টাকা ব্যয় হবে। ২০১৮-২০১৯ অর্থবছরে ভাতা প্রদানের জন্য এই অর্থ বরাদ্দ রেখেছে অর্থ মন্ত্রণালয়।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড