নোবিপ্রবি প্রতিনিধি ০৯ নভেম্বর ২০১৮, ২১:১৮
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'অভিযাত্রিক ব্লাড ব্যাংক' নোবিপ্রবি শাখার ২০১৮-১৯ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে পরিচালক হিসেবে আব্দুর রহিম এবং সহকারী পরিচালক হিসেবে সাজন সরকারকে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) অভিযাত্রিক ব্লাড ব্যাংক নোয়াখালী জেলা কমিটি কর্তৃক আয়োজিত এক সভায় উক্ত কমিটি অনুমোদন করা হয়। নোয়াখালী জেলা শাখার পরিচালক তাসকিন মাহমুদ এর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক আরিফুর রহমান রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান বঙ্গ বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিযাত্রিক ব্লাড ব্যাংক এর কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা মামুন খান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কমিটির কার্যনির্বাহী সদস্য আবরার ফাহিম, মাহমুদুল হাসান আরিফ, নাজিম উদ্দিন, এস আহম্মেদ ফাহিম সহ নোয়াখালী জেলা অভিযাত্রিক ব্লাড ব্যাংক এর অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ২০১৭ সালে অভিযাত্রিক ব্লাড ব্যাংকের পদযাত্রা শুরু হলেও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ বাংলাদেশের আটটি জেলা এবং বেশ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অভিযাত্রিক ব্লাড ব্যাংক এখন তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০১৯
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড