• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশ ও জাতির কল্যাণে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে : সাংসদ বাবু

  নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর ২০১৮, ২০:২৪
নজরুল ইসলাম বাবু
এনআইইটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বাবু (ছবি : দৈনিক অধিকার)

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে দক্ষ ও সফল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদের গড়ে তুলতে ডিপ্লোমা শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে, এবং নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।'

রবিবার (২৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে কে আই বি অডিটোরিয়ামে ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত নবীন বরণ-প্রবীণ বিদায় এবং কৃতি শিক্ষার্থী ও শিল্প উদ্যোক্তাদের সংবর্ধনা ও সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এনআইইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন এনআইইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে সাংসদ বাবু বলেন, ‘নিজেদেরকে কর্মবীর, দক্ষ এবং সুপ্রতিষ্ঠিত করার জন্য একটি স্বপ্ন ছুঁড়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তা হল কারিগরি শিক্ষা।’

বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ স্মরণ করে বিশিষ্ট এ শিক্ষানুরাগী বলেন, 'বিএসসি ইঞ্জিনিয়াররা নির্দেশনা দেন, আর পরিকল্পনা বাস্তবায়ন করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। এটাই বাস্তব। আর সেই বিষয়কে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে এবং দেশে গড়ে তুলছে দক্ষ ইঞ্জিনিয়ার।’

'এর আগে বহু সরকার ক্ষমতায় এসেছেন, তবে তারা কারিগরি শিক্ষায় গুরুত্ব দেননি, বর্তমান আওয়ামী লীগ সরকারই কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে দেশে দক্ষ ইঞ্জিনিয়ার গড়ে তুলছেন'- বলেন তিনি।

বাংলাদেশের অন্যতম সেরা ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠান 'এনআইইটি'র প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রকৌশলী আব্দুল আজিজ এবং প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল আলিমের প্রশংসা করে জাতীয় সংসদের এ সদস্য বলেন, 'অনেকেই এনআইইটি’র মতো প্রতিষ্ঠান গড়েছেন, অনেকেই স্বপ্নও দেখেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ার কিন্তু তাদের মত সফল ও দক্ষ পরিচালনা কেউই করতে পারেননি।’

এসময় সকল ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণ করে সফল হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে শিক্ষার্থীদের আহ্বান জানান এমপি বাবু।

শেখ হাসিনাকে নব্য বাংলাদেশের কারিগর হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘অনেক রাষ্ট্রনায়ক এসেছেন, কেউ ভাবেনি দক্ষ কারিগর গড়তে হবে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা ভেবেছেন এবং তিনি সফল হয়েছেন।’

প্রবাসে বাংলাদেশীদের দুঃখ-কষ্টে মর্মাহত হয়ে আক্ষেপ করে বাবু বলেন, ‘আমাদের দেশ থেকে বিদেশে অনেক শ্রমিক গিয়ে কম বেতনে কাজ করছেন। অথচ অন্যান্য দেশের শ্রমিকদের বেতন তাদের থেকে বেশি।’

তবে কারিগরি শিক্ষায় বাংলাদেশের সম্ভাবনা ও সফলতার কথা উল্লেখ করে বিশিষ্ট এ শিক্ষানুরাগী বলেন, ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অর্থাৎ যারা কারিগরি শিক্ষায় দক্ষ তারা কিন্তু বাংলাদেশেই তিন গুণ বেতনে কাজ করে সফলতার শীর্ষে পৌঁছেছেন।’

সফলতার চাবিকাঠি পরিশ্রম- উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে বাবু বলেন, ‘দেশ ও জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হলে নিজেকে সফল হতে হবে।’

বাবা-মা’র স্বপ্ন পূরণের আহ্বান জানিয়ে ফের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যদি বাবার বানানো কুড়ে ঘরটিকে আপনি নিজের দক্ষ পরিকল্পনা দিয়ে একটি নতুন স্বপ্নের বাড়ি বানিয়ে বাবা-মাকে উপহার দিতে পারেন, তবেই আপনি সফল ইঞ্জিনিয়ার হতে পারবেন।’

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক আবু রায়হান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর শেখ মুজিবর রহমান, কারিগরি শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বিজয় কুমার ঘোষ, বাংলাদেশ প্রাইভেট পলিটেকনিক ওনার্স অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম মাহবুব প্রমুখ।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড