• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাইজিং ইয়্যুথ অ্যাওয়ার্ড পেলেন চুয়েট শিক্ষার্থী তানিম

  চুয়েট প্রতিনিধি

০২ আগস্ট ২০২৩, ১৩:৫৭
রাইজিং ইয়্যুথ অ্যাওয়ার্ড পেলেন চুয়েট শিক্ষার্থী তানিম

স্টুডেন্ট স্টার্টআপ ক্যাটাগরিতে রাইজিং ইয়্যুথ অ্যাওয়ার্ড পেলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তরুণ উদ্যোক্তা ওয়াসিফ সাদমান তানিম।

গত শনিবার (২৯ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ইয়্যুথ ক্যারিয়ার ইন্সটিটিউট এবং ইয়্যুথ গ্লোবাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় ইয়্যুথ ক্যারিয়ার কার্নিভাল-২০২৩ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদের হাত থেকে তিনি অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে সারাদেশের পাঁচ শতাধিক তরুণ উদ্যোক্তা ও সংগঠকের মধ্য থেকে বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৫০ জন তরুণ উদ্যোক্তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে তানিম বলেন, আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত অ্যাওয়ার্ডটি পেয়ে। এই অ্যাওয়ার্ড আমার জন্য এক মধুময় স্মৃতি হয়ে থাকবে যা আমার প্রয়াসের প্রতীক। এটি আমার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে অনেক অনুপ্রেরণা যোগাবে।

তিনি আরও বলেন, আমার স্টার্টআপ আর্টটায়ারকে একটি বিশ্বমানের ফ্যাশন ব্র্যান্ডে পরিণত করতে চাই। আমি আমার পরিবার, শিক্ষক, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা আমার পাশে ছিলেন এবং আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যুগিয়েছেন।

প্রসঙ্গত, তানিম টিউশনির জমানো টাকায় নিজস্ব উদ্যোগে দাঁড় করান টি-শার্টের ফ্যাশন ব্র্যান্ড আর্টটায়ার এবং একটি পোশাক কারখানা।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড