• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে প্রতিদিনই ৩-৪ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে

  জাবি প্রতিনিধি

২২ জুলাই ২০২৩, ১১:৪৯
ডেংগু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ জনের ডেঙ্গু পজিটিভ পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. শামছুর রহমান।

তিনি বলেন, ‘প্রতিদিনই অনেক শিক্ষার্থীরা ডেঙ্গুর সিম্পটমস সহ আসে। যাদের ভেতর গড়ে ৩ থেকে ৪ জন ডেঙ্গু পজিটিভ পাওয়া যায়। ডেঙ্গু পরীক্ষার জন্য আসা শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে।’

বিশ্বদ্যিালয়ের চিকিৎসা কেন্দ্রের প্যাথলজি বিভাগে কর্মরত নাজমুল হোসেন বলেন, ‘প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী টেস্ট করাতে আসে। আমরা পরের দিনই রিপোর্ট দিয়ে দেই। কোনো কোনো দিন ৩ জনের ডেঙ্গু ধরা পড়ে আবার কোনো কোনো দিন ৪ জনেরও ধরা পড়ে।’

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ হৃদয় বলেন, ‘পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছি প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। আমাদের ক্যাম্পাসেরও কেউ আক্রান্ত হয়ে মারা যেতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ডেঙ্গু ক্যাম্পাসে প্রকট আকার ধারণ করার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নিয়মিত স্প্রের কাজ চলমান আছে। হলগুলোতে স্প্রে করা শেষ হয়েছে এখন আবাসিক বাসা-বাড়িতে কাজ চলছে। নিয়মিত ডোবা-ড্রেন-নর্দমা পরিষ্কার রাখতে এস্টেট শাখা কাজ করছে।’

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড