• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলাপন ন্যাশনাল ইউথ ডিবেটে চ্যাম্পিয়ন জেইউডিএস

  জাবি প্রতিনিধি

০৩ জুন ২০২৩, ১৫:৪২
বাংলাদেশ ডিবেট ফেডারেশন

বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) ও আলাপনের সহযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ডিবেটিং ক্লাব (বুটেক্সডিসি) আয়োজিত আলাপন ন্যাশনাল ইউথ ডিবেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেইউডিএস)।

বিতর্কের ফাইনাল রাউন্ডে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাব (বুয়েটডিসি) কে পরাজিত করে জেইউডিএস। জেইউডিএস এর হয়ে বিতর্ক করেছেন ফারহা মেহজাবিন (ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৪৮ ব্যাচ), মোহাম্মদ ওবায়েদুল্লাহ (অর্থনীতি ৪৮ ব্যাচ) এবং শেখ মুহাম্মদ মুয়াজ (ইংরেজি ৫১ ব্যাচ)। আয়োজনে ডিবেটার অফ দ্যা ফাইনাল হয়েছেন জেইউডিএস এর ফারহা মেহজাবিন।

প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ২৪ টি দল অংশগ্রহণ করে। এর আগে গত ২০ই মে প্রিলিমিনারি রাউন্ডে চারটি বিতর্কের মধ্যে তিনটিতেই জয়লাভ করে পঞ্চম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয় জেইউডিএস। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে যথাক্রমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাব (এনএসইউডিসি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ডিবেটিং ক্লাব (বিইউপিডিসি) কে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় তারা৷

বিজয়ী দলের সদস্য মোহাম্মদ ওবায়েদুল্লাহ বলেন, 'জাতীয় পর্যায়ের কোনো কম্পিটিশন এ নিজ বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে শ্রেষ্ঠত্ব অর্জন করাটা প্রচন্ড গর্বের বিষয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কাছে আমি কৃতজ্ঞ আমাকে সুযোগটি করে দেওয়ার জন্য। জেইউডিএস বরাবরই বিতর্ক অঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, ভবিষ্যতেও জেইউডিএস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক গৌরব বয়ে আনবে বলে আমি আশাবাদী।'

উল্লেখ্য, চিত্ত যেথা ভয় শুন্য উচ্চ যেথা শির স্লোগান ধারণ করে ১৯৯৭ সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি যাত্রা শুরু করে৷ শিক্ষার্থীদের মাঝে বিতর্কচর্চা ছড়িয়ে দিতে বছর জুড়ে নানা কর্মসূচী পালন করে সংগঠনটি৷

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড