• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবিতে জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাসুদ-শচীন

  রাবি প্রতিনিধি

২১ মে ২০২৩, ১২:৪৮
রাবিতে জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাসুদ-শচীন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ আহমেদকে সভাপতি ও একই শিক্ষাবর্ষের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শচীন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আগামী এক বছরের জন্য এ কমিটি বলবত থাকবে।

গতকাল শনিবার (২০ মে) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ হবিবুর রহমান হল মাঠে আয়োজিত এক বনভোজনে সংগঠনের প্রায় অর্ধশতাধিক সদস্যের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি মহিবুল হাসান রনি ও সাধারণ সম্পাদক শুভ্রত দাস।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সুদীপ রায়, রিফাত রহমান, আব্দুর রহমান আবির, সজীব সেনগুপ্ত, মামুনুল হক মুন্না, মো. কামাল হোসাইন, মেহেদী হাসান ফাগুন, মো. বেলাল মিয়া, আহমেদ রিজভী, আব্দুল্লাহ আল মামুন, মিছবাহুর রহমান রাফি, গাগি দাস চমক ও জ্যাতির্ময় ভট্টাচার্য দ্বীপ। যুগ্ম সাধারণ সম্পাদক শাওন চক্রবর্তী পার্থ, হালিমা খালিক তানজিমা, মনোরমা গুপ্তা শ্রাবণী, পঙ্কজ পাল, বিশাল ধর, মাহফুজুর রহমান হৃদয়, মাহমুদুল হাসান রাজু, মাহফুজুর রহমান মিসবাহ, প্রদ্যুত পাল, ফাহিম আহমেদ ও সাখাওয়াত হোসাইন।

সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ আলম নয়ন, কামিল আহমেদ, ইমরান লস্কর, এজাজ আহমদ চৌধুরী, দুর্জয় বর্মণ, আফসার আলম, আনিসুর রহমান আকিব, মেহেদী হাসান ফাহিম, নূর হোসাইন, ইশফাকুর রহমান ইফতি ও মো. মবিন বখত চৌধুরী।

অর্থ সম্পাদক রুমেল আহমদ, উপ-অর্থ সম্পাদক হাসিবুল হোসাইন শান্ত, শিবুল বিশ্বাস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মোদাব্বির হোসাইন, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখর দাস, মুজিবুর রহমান, মো. আনিকা আফরিন তিশা ও শাহীন আলম।

আইন বিষয়ক সম্পাদক আতিক উল্লাহ, দপ্তর সম্পাদক আবুল হোসাইন কোরাইশী, উপ-দপ্তর সম্পাদক মো. সালাউদ্দিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. ইয়াকুব আলী, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমন মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমন পসনেম, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু উবাইদাহ, ছাত্রী-বিষয়ক সম্পাদক প্রমা দাস, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া মারিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর হাসান, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক নিয়ামুল নাজিম নিয়াম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুপন কান্তি দাস, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছামির লস্কর।

সহ-সম্পাদক ফারজানা রহমান, গ্রেসি ম্যানার, আশফাকুর রহমান, বিশাল চক্রবর্তী, জান্নাতুল ফেরদৌস, সানজিদা আক্তার ফাম্মী, জহুরুল আলম চৌধুরী, অপ্সরা দাস, শীত কুমার ওঁরাও, সুদীপ চৌধুরী, এ.কে.এম. রেদওয়ানুল হক নাসিফ, আসিফ রহমান ও রুপক সরকার।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন প্লাবন দে, ইউনিস নংপো, শামীমা আহমেদ শাম্মী, ঝুটন বৰ্মন, রাকিব আহমেদ, সৌমিত্র দেবনাথ শান্ত, আব্দুল্লাহ আল জুনায়েদ, ইশতিয়াক আহমেদ রুহান, নুসরাত জাহান, কাউছার আহমেদ, মোজাম্মেল হক হাসান, মারুফ ইলাহী, পাপন চন্দ্র কর ও অনুসূয়া হোম চৌধুরী।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড