• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কুবি উপাচার্যের মতবিনিময়

  কুবি প্রতিনিধি

১৮ মে ২০২৩, ১৫:৩৮
ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কুবি উপাচার্যের মতবিনিময়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগের ছাত্র প্রতিনিধিদের সাথে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের দুইদিন ব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ ও ১৭ মে প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে ছয়টি অনুষদে মোট ১৯টি বিভাগের প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস-২৩ উদযাপন এবং ক্যাম্পাসে একটি জব ফেয়ার আয়োজনের বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় শিক্ষার্থীরা জব ফেয়ার আয়োজন আগ্রহ প্রকাশ করলে ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ে পরিচালক ড. মোহা. হাবিবুর রহমানকে নিয়ে জব ফেয়ার আয়োজন একটি কমিটি গঠন করা হয়।

কুবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করতে হবে।

এছাড়া শিক্ষার্থীদেরকে মুখস্থ বিদ্যায় জোর না দিয়ে বাস্তবিক ও প্রায়োগিক জ্ঞান অর্জন করতে হবে বলে জানান এই উপাচার্য।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড