• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবি অধ্যাপকের বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন পুরস্কার লাভ

  রাবি প্রতিনিধি

০৯ মে ২০২৩, ১৫:১৮
রাবি অধ্যাপকের বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন পুরস্কার লাভ
রাবি অধ্যাপক আমিনুজ্জামান মো. সালেহ রেজা (ফাইল ছবি)

বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আমিনুজ্জামান মো. সালেহ রেজাকে ২০২২ সালের বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুনিরা সুলতানা স্বাক্ষরিত ৩ মে ২০২৩ তারিখের এক প্রজ্ঞাপনে অধ্যাপক রেজার এই পুরস্কার প্রাপ্তির সংবাদ জানা যায়।

এই পুরস্কারে অধ্যাপক রেজা ২ ভরি ওজনের স্বর্ণের সমপরিমাণ নগদ অর্থ, পঞ্চাশ হাজার টাকার চেক ও সনদপত্র পাবেন। আগামী জুন মাসে ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে।

অধ্যাপক সালেহ রেজার এই অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাকে অভিনন্দন জানিয়েছেন। এই পুরস্কার প্রাপ্তি তাকে ভবিষ্যতে গবেষণার জন্য অনুপ্রাণিত করার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করবে বলে উল্লেখ করেন উপাচার্য।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড