• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সভাপতি আযম সম্পাদক নাহিদ

  বেরোবি প্রতিনিধি

০৩ এপ্রিল ২০২৩, ১৪:১৫
বেরোবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সভাপতি আযম সম্পাদক নাহিদ

‘চলো জি ভাই একঠে হই’ এই স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের ২০২৩-২৪ কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে অর্থনীতি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী গোলাম আযম ও সাধারণ সম্পাদক ১১তম ব্যাচের মো. নাহিদুজ্জামান নাহিদ মনোনীত হয়েছেন।

গত শনিবার (১ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের শিক্ষক প্রধান উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাসহ সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত অনুমোদন বিবৃতিতে এ নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শিমুল আলী। সহ-সভাপতি আবু শাহরিয়ার ওলি, রিফাত মাসুমা, আব্দুর রাকিব, খাতিজাতুল কোবরা স্বর্ণা, রুপা আক্তার, নিশাত ইসলাম, হাদিসুর রহমান, অপূর্ব দত্ত, তানিয়া তানি।

যুগ্ম সাধারণ সম্পাদক- মো. প্রিয়ানুল হক, আব্দুল মালেক, মাহমুদ কায়সার, রিফাত হাসান। সাংগঠনিক সম্পাদক- ওলিউল ইসলাম, শামীম আহমেদ, মজিদুল ইসলাম, ইমাম হাসান। কোষাধ্যক্ষ- শাজাহান আলী। দপ্তর সম্পাদক- সাইফুল ইসলাম সাইফ। উপ-দপ্তর সম্পাদক- মো. তুসার। প্রচার সম্পাদক- ইউসুফ আলী। উপ-প্রচার সম্পাদক আব্দুর রহিম। সাংস্কৃতিক সম্পাদক আল-আমিন খান ময়েন। ক্রিয়া সম্পাদক প্রকাশ কুমার সরকার। শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক হাসান আলী। উপ-শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক মো. ইমরুল। বিতর্ক বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইসলাম। আপ্যায়ন সম্পাদক খাদিজাতুল কুবরা বৃষ্টি। ধর্ম বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম হৃদয়।

কার্যকরী সদস্য ওবাইদুল ইসলাম, নৌশিন আনজুম ইচ্ছা, সাইফুল্লাহ, মুকেশ সিংহ, হাবিবা সিদ্দিকা একা, মোসা. সাওদা খাতুন, আবু তালহা, মো. জুয়েল আহম্মেদ, মো. শামীম রেজা, মো. খাইরুল ইসলাম।

সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়ের ৭৫ একরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরবো। জেলা পরিষদের শিক্ষার্থীদের উন্নয়নে কার করে যাব। সবাই এক সাথে হয়ে আমরা এগিয়ে যাব।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড