ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন এক ছাত্রীকে র্যাগিংয়ে বিবস্ত্র করে ভিডিয়ো ধারণের ঘটনায় ব্যবহৃত হালিমা খাতুন উর্মীর মোবাইল ফোনটি উদ্ধার অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে এ তথ্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শহাদত হোসেন আজাদ।
এ বিষয়ে তিনি জানিয়েছেন, গত ৬ মার্চ হাইকোর্টের আদেশের কপি পাওয়ার পর যতগুলো নির্দেশনা রয়েছে সবগুলো বাস্তবায়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় মোবাইল ফোনটি উদ্ধারে সব ধরনের তথ্য দেওয়া সম্ভব হয়নি। আগামী শনিবার একাডেমিক কার্যালয় থেকে সব তথ্য দেওয়া হবে। ফোনটি উদ্ধার অভিযান চলমান রয়েছে।
এ বিষয়ে ইবি থানার ওসি আননূর যায়েদ বিপ্লব বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিঠি পাওয়ার পরে আমরা মোবাইল ফোনটি উদ্ধারে জন্য কাজ করছি।
গত ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর ফুলপরী নামে নবীন এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিয়ো ধারণের অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন গুলোতে সত্যতা মিলেছে।
হাইকোর্টে এ ঘটনায় জড়িত ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেয় এবং ফুলপরীকে পছন্দমত হলে সীটের ব্যবস্থা, ভিডিয়ো ধারণের ব্যবহৃত ফোনটি উদ্ধার ও হল প্রভোস্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দেয়। সকল আদেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস্তবায়ন করেছে। তবে মোবাইল ফোনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এ দিকে ঘটনাটির সঙ্গে জড়িত পাঁচ শিক্ষার্থীকে হাইকোর্টের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ৭ দিনের মধ্যে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না সে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও হল থেকে স্থায়ী বহিষ্কার ও ছাত্রলীগ থেকে জড়িত ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।
জড়িতও বহিষ্কৃতরা হলেন- পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, আইন বিভাগের ইসরাত জাহান মিম, চারুকলা বিভাগের হালিমা আক্তার উর্মী, ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোয়াবিয়া জাহান। এরা চারজনই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও অন্তরার সহযোগী।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড