• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবিতে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৮
বশেমুরবিপ্রবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নীলফামারী জেলার শিক্ষার্থীদের নিয়ে নতুন কমিটি গঠনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে ‘নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতি’। এতে গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন খানকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: সাব্বির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) উপদেষ্টাগণের সাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো: শফিকুল ইসলাম, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মো: আরিফুল ইসলাম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো: জাদু মিয়া, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক নিলুফা আক্তার জাহান। এছাড়া ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন, মৃণাল রায়, মো: রায়হান আলী, স্মৃতি আক্তার, সুবর্ণা রায়, সাইফুল ইসলাম সজীব, আজিজুল হাকিম, মাহফুজ রহমান, শেখ ওয়ালী আপন, শাহরুখ রায়হান ও মাজেদুর রহমান অংকন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি - মেহেদী হাসান, মিরাজ হোসেন মুন্না, সুমন রায়, মনিরুজ্জামান শান্ত, আতিক, ধীমান রায়, দীপঙ্কর কর্মকার, শাহাদাত হোসেন লিটন, রওশনাকুল রাব্বি খান, মমতাজ, শামীম হোসেন; যুগ্ম-সাধারণ সম্পাদক- আব্দুল মোমিন, ষষ্ঠী রায়, সাজ্জাদ হোসেন, সাদিকুজ্জামান লেনিন, রামকৃষ্ণ রায়, মোস্তাফিজুর রহমান, মুন, ফিরোজ, জয়দেব, মাহমুদুল হাসান, সাগর রায়, আসাদুজ্জামান আসাদ, মনজুরুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক- রক্তিম ওহাব, রিমন ইসলাম, সাদেকুল ইসলাম, রকিবুল হাসান, ফিরোজ, আরেফিন পালোয়ান, রাকিবুল রবিন, সাগর রায়, নাঈম খন্দকার, আকাশ; অর্থ সম্পাদক - আলী হাসান; সহ অর্থ সম্পাদক- আনোয়ার হোসেন; প্রচার সম্পাদক- শাওন হাসনাত, আশরাফুল; শিক্ষা ও গবেষণা সম্পাদক- দীপক রায়, কৌশিক, মোনায়েম; দপ্তর সম্পাদক- রিপন ইসলাম, এস এম কায়েস চৌধুরী; ক্রীড়া সম্পাদক- মানিক আলী, রিপন; সাংস্কৃতিক সম্পাদক- মামুন, নিলয়; ফটোগ্রাফি বিষয়ক সম্পাদক- ওসমান; ধর্ম বিষয়ক সম্পাদক- বেলাল আবেদিন, নয়ন; ছাত্রী বিষয়ক সম্পাদক- মাইষা রহমান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শরিফুল হোসাইন, ফুয়াদ ইসলাম, জন রায়, দেবাশীষ চক্রবর্তী, ফিরোজ।

নবগঠিত কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন খান বলেন, আমরা নীলফামারী জেলার শিক্ষার্থীরা সমন্বিত ভাবে নতুন কমিটি গঠনের মাধ্যমে পথচলা শুরু করলাম। উক্ত কমিটির মাধ্যমে আমরা সর্বদা নিজ এলাকা থেকে আগত শিক্ষার্থীদের পাশে থেকে তাদের বিভিন্ন কাজে এবং সমস্যায় সহযোগিতা করবো। সেই সাথে সকলের পরামর্শে জেলা সমিতিতে ভাতৃত্ববোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এক হয়ে কাজ করবো। সর্বোপরি সকলের সহযোগিতায় নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির সফলতা কামনা করছি।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড