গবি প্রতিনিধি
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগের মো. রিফায়েত খান প্রিন্সকে সভাপতি ও নাহিদুল আমিন তন্ময়কে সাধারণ সম্পাদক নির্বাচন করে গণ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের ৩য় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের কম্পিউটার ক্লাব কক্ষে কমিটি ঘোষণা করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তানিয়া আক্তার।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সুদিপ্ত আল আবির, কোষাধ্যক্ষ সেতু বিশ্বাস, প্রচার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
এছাড়া ক্লাব সমন্বয়কারী নির্বাচিত হন- সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তানিয়া আক্তার। এ সময় সিএসই বিভাগের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়া প্রোগ্রামিং ক্লাব শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। বর্তমানে তারা শিক্ষার্থীদের মাঝে অ্যান্ড্রয়েড এপস ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, গ্রাফিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিটিটিভ প্রোগ্রামিং, বেসিক কম্পিউটার ফান্ডামেন্টাল সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড