• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গবির আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন

  গবি প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩০
গবির আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ১৫ দিন ব্যাপী চলা আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পর্দা নেমেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ফুটবলের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামে দুইটি ইভেন্ট দিয়ে সাজানো এ টুর্নামেন্টের।

এদিন দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রদের ফাইনালে মুখোমুখি হয় রাজনীতি ও প্রশাসন বিভাগ এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসসি)। প্রথমার্ধে ১০ মিনিটের মধ্যেই সাব্বিরের গোলে এগিয়ে যায় রাজনীতি ও প্রশাসন বিভাগ।

এরপর দ্বিতীয়ার্ধে সিএসসির দুর্গে আবারো আঘাত হানে সাব্বির। শেষে তারেকের গোলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজনীতি ও প্রশাসন বিভাগ।

এর আগে সকালে মেয়েদের ফাইনালে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ মুখোমুখি হয় রাজনীতি ও প্রশাসন বিভাগের। অধিনায়ক রুমা আক্তারের জোড়া গোল ও সারাবানের ফিনিশিংএ ৩-০ ব্যবধানে জয় পায় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।

এছাড়া ব্যাডমিন্টন ছেলেদের ফাইনালে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। ছাত্রীদের ব্যাডমিন্টনে ২-১ সেটে চ্যাম্পিয়ন ফার্মেসি বিভাগ এবং রানার আপ হয়েছে আইন বিভাগ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম ও রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন অনুষদের ডীন, পরীক্ষা নিয়ন্ত্রক ও ক্রীড়া কমিটির সভাপতি।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড