বুটেক্স প্রতিনিধি
সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন-২০২৩। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফরমান হোসাইন (ডেইলি বাংলাদেশ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিনহাজ উল ইসলাম অপি (ডেইলি ক্যাম্পাস)।
তফসিল ও তারিখ ঘোষণাপূর্বক গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ড. মো. রিয়াজুল ইসলাম এবং দুজন সহকারী নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে সুষ্ঠু পরিবেশে ভোটের আয়োজন করা হয়।
নির্বাচনে সভাপতি পদের জন্য ফরমান হোসাইনের বিপরীতে লড়েন ফয়সাল হোসেন। সাধারণ সম্পাদক পদে লড়েন মিনহাজুল ইসলাম এবং অন্তিম। এছাড়াও সহ সভাপতি পদে নির্বাচিত হন সাজ্জাতুল ইসলাম শামীম।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মাহবুব আলম রিয়াজ (দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক পদে তাসনিম হাসনাইন রায়হান (দৈনিক অধিকার) এবং কার্যকরী সদস্য পদে মো. রফিকুল ইসলাম (প্রজন্ম নিউজ) নির্বাচিত হন।
অর্থ ও ক্রীড়া সম্পাদকে পদে হভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে আব্দুল্লাহিল কা'ফি (ভার্সিটি ভয়েস)।
উল্লেখ্য, বিগত কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্বপালন করেন মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক ছিলেন রফিকুল ইসলাম।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড