• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কলেজ প্রশাসনকে ১২ দাবি জানিয়ে স্মারকলিপি দিল ইডেন ছাত্রলীগ

  ঢাকা কলেজ প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২১
কলেজ প্রশাসনকে ১২ দাবি জানিয়ে স্মারকলিপি দিল ইডেন ছাত্রলীগ

রাজধানীর ইডেন মহিলা কলেজে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মোট ১২ দফা দাবি জানিয়ে কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ ইডেন মহিলা কলেজ শাখা। গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নেতৃত্বে কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীরা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের কাছে লিখিত আকারে দাবিগুলো জমা দেন।

ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন- বাংলার নারী জাগরণের আলোকবর্তিকা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠালগ্ন হতে বাংলার মানুষের মানবিক মর্যাদা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামে নিবেদিত রয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখা বাংলার ছাত্রসমাজের গৌরবময় এই ইতিহাসের গর্বিত অংশীদার। ঐতিহাসিক অনুপ্রেরণায় ঋদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখা অত্র কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে ১২ দফা দাবি উত্থাপন করছে।

দাবি সমূহ হলো-

১. আবাসন সংকট স্থায়ীভাবে নিরসন করতে হবে।

২. আবাসিক হলগুলোর ক্যান্টিনে স্বল্পমূল্যে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ, পর্যাপ্তসংখ্যক পানি বিশুদ্ধিকরণ যন্ত্র স্থাপন ও স্ন্যাকসের নিরবচ্ছিন্ন সরবরাহের লক্ষ্যে ভেন্ডিং মেশিন স্থাপন করতে হবে।

৩. প্রত্যেকটি আবাসিক হল ও বিভাগে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব স্থাপনপূর্বক প্রশাসনিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদেরকে প্রাযুক্তিক প্রশিক্ষণ প্রদান করতে হবে।

৪. আবাসিক হলের প্রক্ষালনকক্ষসমূহ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত করতে হবে।

৫. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে একটি সমৃদ্ধ ‘বঙ্গমাতা কর্নার' স্থাপন করতে হবে।

৬. জেবুন্নেছা ছাত্রীনিবাস ও হাসনা বেগম ছাত্রীনিবাসে পাঠকক্ষ নির্মাণ করতে হবে।

৭. শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অধিকতর অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় প্রশাসনিক, অবকাঠামোগত ও অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করতে হবে।

৮. শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নে ‘আধুনিক ভাষা ইনস্টিটিউট' স্থাপন করতে হবে।

৯. কলেজের ফটক-১ একাডেমিক কার্যক্রমে যুক্ত সকল শিক্ষার্থীর জন্যে এবং ফটক-২ শুধু আবাসিক শিক্ষার্থীদের জন্যে উন্মুক্ত করতে হবে।

১০. শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বদা তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, ডিসপেনসারি স্থাপন ও নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে।

১১. পরিচ্ছন্ন, দূষণমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে পরিকল্পিত সবুজায়ন করতে হবে।

১২. একটি আধুনিক সুবিধা সম্পন্ন লন্ড্রি স্থাপন এবং শিক্ষা উপকরণ, ফটোকপি, প্রিন্ট প্রভৃতি সেবার যৌক্তিক মূল্য নির্ধারণ করতে হবে।

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা বলেন, সাধারণ শিক্ষার্থীদের নানান ধরনের সমস্যা নিয়ে এর আগেও আমরা কলেজ প্রশাসনের সাথে কথা বলেছি। কিছু সমস্যা মৌখিকভাবে বলার পর সমাধান হয়েছে৷ কিছু সমস্যা এখনো রয়ে গেছে। এ জন্য আমরা সেগুলো লিখিত আকারে কলেজ প্রশাসনকে জানিয়েছি যেন শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় এগুলো দ্রুতই বাস্তবায়ন হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের সমস্যায় এগিয়ে আগে কেননা এটি শিক্ষার্থীদের সংগঠন৷ ইডেন কলেজ ছাত্রলীগ অতীতে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল ভবিষ্যৎতেও থাকবে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড